শিক্ষা স্বাস্থ্য ও প্রযুক্তি সমন্বয়ে হব বিশ্বশক্তি
সততা
সৃজনশীলতা
নেতৃত্ব
News Update :
আইটি
সামছউদ্দীন-নাহার শিক্ষা ও স্বাস্থ্য কেন্দ্রের আওতাধীন আর একটি কার্যক্রম হলো ওয়াজেদ মেমোরিয়াল কম্পিউটার কেন্দ্র। শুধুমাত্র বিদ্যালয় ভিত্তিক শিক্ষা কোন মানুষকে পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে তুলতে পারে না। পাশাপাশি তার প্রয়োজন হয় বিভিন্ন রকমের দক্ষতার। আর তাই কারিগরি শিক্ষার প্রয়োজন অনস্বীকার্য।
(ক) কারিগরি কোর্স বাংলাদশে কারগিরি শিক্ষাবোর্ড অনুমোদতি ছয় মাস মেয়াদী কম্পিউটার অফিস অ্যাপ্লকিশেন র্কোসটি ২০১০ সাল থকেে সুনামরে সাথে সফলভাবে পরচিালতি হয়ে আসছে। বছরে দুইটি সেশনে এই র্কোসটি পরচিালতি হয়। এই র্কোসটি সফলভাবে সম্পন্ন করে কয়কেশো বেকার যুবক-যুবতী বিভিন্ন জায়গায় র্কমরত আছে।
(খ) সিএলপি (Computer Literacy Program) সিএলপি-এর সহযোগিতায় কম্পিউটার বিভাগে বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের বিদ্যালয় সময়সূচীর বাইরে কম্পিউটারে হাতে খড়ি প্রদান করা হয়। এ র্কাযক্রমরে মাধ্যমে শিক্ষার্থীরা কম্পউিটারে কাজ করার প্রাথমকি দক্ষতা অর্জনের পাশাপাশি তাদের পাঠ্য বিষয়ক (ICT) বিভিন্ন অভিজ্ঞতা লাভ করছে। যা পরবর্তীতে তাদের কর্মজীবনে সহায়ক ভূমিকা পালন করছে।
(গ) এসেনসিয়াল অফিস স্কিল ওয়াজেদ মেমোরিয়াল কম্পিউটার কেন্দ্র ও সিএলপি-এর সহযোগতিায় ২০২৪ সালে Essential Office Skills কোর্সটি কম্পিউটার বিভাগে নতুন সংযোজন হয়। বেকার যুবক-যুবতীদের তথ্য প্রযুক্তি, ভাষা, ব্যবসায়ে যোগাযোগ দক্ষতা, প্রাতিষ্ঠানিক আচরণ ও উপস্থাপন দক্ষতা বৃদ্ধির মাধ্যমে তাদের জন্য কর্মসংস্থান তৈরি করাই এই কোর্সের মূল উদ্দেশ্য। এই কোর্সটি গ্রামের বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান তৈরি, বেকারত্ব দূরীকরণ ও প্রযুক্তিগত দক্ষতা উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে।