শিক্ষা স্বাস্থ্য ও প্রযুক্তি সমন্বয়ে হব বিশ্বশক্তি
সততা
সৃজনশীলতা
নেতৃত্ব
News Update :
মোহাম্মদ নাসের
জন্ম ১ জানুয়ারি ১৯৬০ খুলনা শহরে। বাবা স্কুল শিক্ষক থাকার সুবাদে দেশের বিভিন্ন জেলায় ঘুরেছেন।
এসএসসিতে ঢাকা বোর্ডে সম্মিলিত মেধা তালিকায় নবম স্থান ও এইচএসসিতে চতুর্থ বিষয় না নিয়ে সম্মিলিত মেধা তালিকায় প্রথম বিশ জনের মধ্যে ছিলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অনার্সে গণিত ও বিজ্ঞান অনুষদের সম্মিলিত মেধা তালিকায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করে চ্যান্সেলর অ্যাওয়ার্ড পান। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে প্রখ্যাত গণিতবিদ ড. জামাল নজরুল ইসলামের অধীনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তৎকালীন Institute of Mathematical and Physical Science (IMPS) থেকে ২০০১ সালে Ph.D ডিগ্রি অর্জন করেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে Statistical Learning Group ( SLG) নামে সংগঠন প্রতিষ্ঠার মাধ্যমে প্রচুর ছাত্রছাত্রীকে তিনি গবেষণাকাজে উদ্বুদ্ধ করেন। জাতীয় ও আন্তর্জাতিক মানের বিভিন্ন peer-reviewed journal- এ তাঁর নিজের ও সহকর্মীদের সাথে নিয়ে ৬৯টি বৈজ্ঞানিক গবেষণাপত্র প্রকাশিত হয়েছে।
মোহাম্মদ নাসের মৃত্যুর আগ পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।